রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুরীর দাফন সম্পন্ন

হান্নান শাকুর নোয়াখালী :
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, স্থায়ী কমিটির সদস্য ও চট্রগ্রাম মহানগরীর জেএসডি সভাপতি সাবেক চাকসু জিএস বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুরীকে(৭২) গত রোববার বিকেলে নোয়াখালীর চাটখিলস্থ তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকাল ১১টায় চট্রগ্রামের জামিয়াতুল ফালাহ্ মাদরাসা ময়দানে ১ম জানাযা এবং বিকেলে চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহি অফিসার এএসএম মোসা’র উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করা হয়। বাদ আসর ২য় জানাযা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পরকোট গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এর আগে গত শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেএসডি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ সুপ্রীম কোর্ট শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার শফিউল আলম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া, নোয়াখালী জেলা জেএসডি সভাপতি এ্যাড. কাউছার নিয়াজী, সাধারন সম্পাদক আমির হোসেন বিএসসি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা, চাটখিল প্রেসক্লাব সাংবাদিক মো. হাবিবুর রহমান, চাটখিল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাছান, ০৩ নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ বকশী, চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওমর ফারুক সাংবাদিক মো. রায়হান উদ্দীন, হান্নান শাকুর, ০৩ নং পরকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পুসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজাকি সংগঠনের নেতৃত্ববৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com