রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সহযোগীদের মালিকানায় পার্বত্য চট্টগ্রামে ‘৬ হাজার একর পাহাড়, রাবার বাগান ও বহু সন্দেহজনক স্থাপনা’ রয়েছে দাবি করে এসব আয়ের উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগীদের মানববন্ধনে মোট ৫টি দাবি তুলে ধরা হয়।
‘ভয়ানক প্রতারক গায়েবি মামলাবাজ রাজারবাগী পীর সিন্ডিকেটের মূলহোতা ভূয়া আলাইহিসসালাম দিল্লুর রহমানের বিচারের দাবিতে’ এ মানববন্ধনের দাবিগুলো হলো- ১. বলাকা ভাস্কর্য ভাঙার মামলা দুটির এজাহারভুক্ত আসামি জঙ্গি পীর দিল্লুর রহমান ও তার প্রধান মুখপাত্র কথিত আল্লামা মাহাবুব আলম আরিফ- দুজনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে বিচারের আওতায় আনতে হবে। ২. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করার মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় গ্রেপ্তার করতে হবে। ৩. জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন ও সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
৪. দিল্লুর রহমান ও তার সহযোগীদের পার্বত্য চট্টগ্রামে অবৈধ উপায়ে অর্জিত ৬ হাজার একর পাহাড়, রাবার বাগান ও বহু সন্দেহজনক স্থাপনার আয়ের উৎসের অনুসন্ধান করতে হবে। ৫. ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে ও ঘটনা দেখিয়ে মিথ্যা মামলা দায়েরকারীদের এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসময় রাজারবাগ দরবার শরীফের পীর সিন্ডিকেটের হয়রানিমূলক মামলার শিকার একরামুল আহসান কাঞ্চনসহ অসংখ্য ভুক্তভোগী তাদের বক্তব্য তুলে ধরেন।