মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

জিয়াউর রহমান ও তার পরিবার নিয়ে কুৎসা রটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপিনেতা শামীম আহমেদ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় সংসদ ও সংসদের বাইরে সারাদেশে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলীয় এমপিরা সাবেক সফল রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানসহ জিয়া পরিবারের বিরুদ্ধে নানা রকমের কুৎসা রটানো এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, হামলা, মামলা ও ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। সোমবার দুপুরে জামালপুর শহরের সকাল বাজারে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপিনেতা শামীম আহমেদ। বিএনপিনেতা শামীম আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। জিয়াউর রহমানের অপর নাম গণতন্ত্র। জিয়াউর রহমানের অপর নাম বাংলাদেশ। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের উর্বর মাটির গর্বিত সন্ত্মান। তার ডাকে সাড়া দিয়ে বাংলার সর্বস্ত্মরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন করে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়ে গেছেন। শামীম আহমেদ বলেন, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্য বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কলঙ্কিত করেছেন। জাতীয় সংসদের চন্দ্রিমা উদ্যানে নাকি জিয়াউর রহমানের লাশ নেই। জাতি জানতে চায়, জিয়াউর রহমানকে কার নির্দেশে কারা তাকে হত্যা করেছে। জিয়াউর রহমান সম্পর্কে বাংলার মানুষকে বিভ্রান্ত্ম করে কেউ পার পাবে না। বিএনপি নেতা শামীম আহমেদ তাকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে বলেন, জামালপুর জেলা বিএনপি হচ্ছে সকল ষড়যন্ত্রের কারখানা। আজকে জামালপুর জেলা বিএনপির মুখ থুবড়ে পড়া নেতৃত্বের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই তাকে বহিষ্কার করা হয়। জামালপুরে বিএনপির সাংগঠনিক শক্তি ফিরিয়ে আনতে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ এই কমিটি ভেঙে দিয়ে অবিলম্বে নতুন কমিটি ঘোষণা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেন শামীম আহমেদ। জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহাদত হোসেন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংগ্রামী দলের আহ্বায়ক আশিক রায়হান পারভেজ, শহর ছাত্রদলের সহ-সভাপতি রানা ম্যানশন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. মোতালেব হোসেন, কামরুল হাসান কাবুল, গোলাম রব্বানী জনি, সোহানুর রহমান সোহাগ ও সাইফুল ইসলাম রবিন, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আরিফুল হাসান খান মুক্তা, সাবেক ছাত্রনেতা ও জেলা তর¤œণদলের আহ্বায়ক মো. আবু সাঈদ রয়েল, শহর ছাত্রদলনেতা মোর্শেদ খান, নয়ন সরকার প্রমুখ। বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন। জিয়াউর রহমান ও তার পরিবার নিয়ে কুৎসা রটানোর প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা শামীম আহমেদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com