জাতি গঠনে সকল শিক্ষকদের কোভিড-১৯ পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের শিখন ও লেখনে যে ঘাটতি পূরণে ত্বরান্বিত শিখন পরিকল্পনা উত্তরণের জন্য যে সময় নষ্ট হয়েছে তা পূরণে আন্তরিক ভাবে দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। গলাচিপা উপজেলা পরিষদ হলে উপজেলার সকল প্রধান শিক্ষকদের সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন প্রাথমিক শিক্ষা বিভাগের বরিশাল বিভাগীয় উপ পরিচালক মোঃ জালাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছাইয়াদুজ্জামান, খাদিজা পারভীন, সুপারিনটেনডেন্ট, পিটিআই পটুয়াখালী প্রমুখ। মত বিনিময় সভায় বিভাগীয় ও জেলা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা নিষ্ঠার সাথে এবং দেশপ্রেমে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের লিখন পঠন কাজে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন, ডি.ডি ও জেলা শিক্ষা কর্মকর্তাকে এই সুন্দর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।