গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের নারীদের হাতের কাজের ৩মাস মেয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কন্সার্ন্স এর আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াছুর রহমান, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কন্সার্ন্স এর জাতীয় পরিচালক ড. পিটার হালদার, সহকারী জাতীয় পরিচালক গ্লোরিয়া বাড়ৈ, হেড অব প্রোগ্রাম মার্ক রিপন সরকার বক্তব্য রাখেন। প্রশিক্ষণে আশ্রয়ণ প্রকল্পের ২৬জন নারী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আমরা এই আশ্রয়ণ প্রকল্পে আপনাদের জন্য দু’টি ঘাটলা, একটি লাইব্রেরী ও আপনাদের সন্তানের বিনোদনের জন্য খেলার সুযোগসহ উন্নত পরিবেশে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আর্থিক স্বচ্ছলতার জন্য হাতের কাজের বিকল্প নেই। তাই আপনারা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন। সাংসারিক কাজ শেষে চাদরসহ বিভিন্ন ধরণের শীতের পোশাক তৈরী করে বাজারে বিক্রি করে অর্থনৈতিক ভাবে সাবলম্বী হতে পারবেন।