সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

জেএসকেএস’র উদ্যোগে জেলা পর্যায়ে সহিংস উগ্রবাদ প্রতিরোধে প্লাটফর্ম গঠন

মহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সুইহারিস্থ এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আঞ্চলিক আফিসের প্রশিক্ষন রুমে জেএসকেএস এর সহযোগি সংস্থা রূপান্তর’র সহযোগিতায় সিএসও-পিভিআই ক্যাপাসিটি বিল্ডিং ইন বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সহিংস উগ্রবাদ প্রতিরোধে প্লাটফর্ম গঠন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগে-দিনাজপুর’র সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুল আখতার। স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন রূপান্তর রংপুর বিভাগীয় সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক বর্মন ও হেলভেটস সংস্থার প্রকল্প ম্যানেজার শাহরিয়ার মান্নান। সহিংসতা, উগ্রবাদ প্রতিরোধে প্লাটফর্ম সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসেন, হাবিপ্রবির শিক্ষক কৃষ্ণ রায়, সম্মিলিত সংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ রহমতুল্লাহ, কাউন্সিলর মাসুদা পারভীন মিনা, সাংবাদিক কাশী কুমার দাস, যুব প্লাটফর্মের সদর থানার সাধারন সম্পাদক মোঃ জাহিদ হাসান, হিন্দু পুরহিত নীলচল চক্রবর্তী অনুপ, খ্রীষ্ট ধর্মের প্রতিনিধি ফাদার বিদ্যা বর্মন, শিক্ষিকা কামরুন্নাহার ইসলাম ও ইসলাম ধর্মের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ইমাম ওমর ফারুক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেএসকেএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা রুপা। বক্তারা বলেন, মতাদর্শিক, ধর্মীয় বা রাজনৈতিক লক্ষ অর্জনের জন্য সহিংসতার ব্যবহার বা সহিংসতার সমর্থনই হলো সহিংসতা উগ্রবাদ। সহিংসতা উগ্রবাদ প্রতিরোধে প্লাটফর্মের সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন। এব্যাপারে প্রশিক্ষনের প্রয়োজন রয়েছে। সামাজিক কাঠামোকে রক্ষা করতে, যুব সমাজকে সহিংস, উগ্রবাদ থেকে প্রতিরোধে তাদের দিকে লক্ষ রাখা আমাদের দায়িত্ব। সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধনে সাধারন মানুষকে সচেতন করতে হবে। শেষে জেলা পর্যায়ে সহিংস উগ্রবাদ প্রতিরোধে ২০ সদস্য বিশিষ্ট প্লাটফর্ম গঠন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com