২৯ সেপ্টেম্বর বুধবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ হলরুমে সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস) এর আয়োজনে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এবং মানুষের জন্য ফাউন্ডশনের সহযোগিতায় বাংলাদেশে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য অধিকার, ন্যায়বিচার ও প্রাপ্যতা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা রাজবাটি দিনাজপুর এর সভাপতি মোছাঃ তামজিদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মমিুনল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনিরুদ্দীন আহম্মেদ, দিঘন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনিশংকর রায়, মাদরাসার সুপার মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্যা কুলসুম বানু, ইউনিয়ন কৃষি কর্মকর্তা আলী আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ মমতাজ উদ্দীন আহম্মেদ, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মাহমুদা খানম, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাকিম রহমান। প্রকল্প বিষয় উপস্থাপনা করেন সিডিডি সাভার-ঢাকা হতে আগত এমআইএস অফিসার ইলোরা অবান্তী বনিক। মুক্ত আলোচনায় অংশ নেন প্রতিবন্ধী উপকার ভোগী সিমা দাস, দিপা রায় সিমা বেগম। এসময় উপস্থিত ছিলেন সিডিডি-ঢাকা হতে আগত ভলান্টিয়ার পারভিন আক্তার শান্তা। বক্তরা বলেন, বর্তমান সরকার সকল প্রতিবন্ধী ব্যাক্তিদেরকে ভাতার আওতায় আনার চেষ্টা করছে। তারা মনে করে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। করোনা ভাইরাসে প্রতিবন্ধী ব্যাক্তিদের সুরক্ষা দিতে হলে তাদের টিকা প্রদান করতে হবে। এছাড়া তাদেরক সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ফেরা, পুষ্টিযুক্ত খাদ্য পরিবেশন করতে হবে।