ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৮৮১ জনের মৃত্যু হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ২১৪। এদিকে, ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৬১ জনের এবং জার্মানিতে মারা গেছে ৭ হাজার ৭৩৮ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭২ হাজার ৫৯৭ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৯৩ হাজার ১৫৬টি। তবে এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে ৮ হাজার ৩১৮ জন।
প্রথমদিকে ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে ব্রাজিল লাতিন আমেরিকার অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে দেশটি।
এমআর/প্রিন্স