টাঙ্গাইলের ধনবাড়ী থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে গতকাল বিকেলে থানা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চান মিয়া এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (মধুপুর-ধনবাড়ী সার্কেল) মোছাঃ- শাহিনা আক্তার আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন, ধনবাড়ী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তাপস দেব সাধারণ সম্পাদকসহ মদন কুমার দাস ধনবাড়ী উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড এর পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা শাখা’র যুগ্ম সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন স্বাধীন বাংলা নিউজ টিভি এর সম্পাদক এস.এম আব্দুর রাজ্জাক প্রমুখ। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চান মিয়া জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দুর্গাপূজা উপলক্ষে বিট পুলিশিং এর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামাজিক অপরাধ দমন ও নাশকতা বন্ধে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মাদক নির্মূল, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, সমাজ পতিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সহযোগিতা করার আহবান জানান। তিনি আরো জানান, প্রতি শুক্রবার মসজিদে মসজিদে মুসুল্লিদের নিয়ে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনার ফলে সকল প্রকার সামাজিক অপরাধ কমে আসার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। সভায় থানা পুলিশের পাশাপাশি স্থানীয় সংবাদকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সেকেন্ড অফিসার মাজহারুল ইসলাম ও এস আই মাসুদ।