বুধবার, ২২ মে ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
আজ বাজারে আসছে নওগাঁর আম ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা! মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন একটি মুক্তিযুদ্ধের দরকার জামালপুরে সভায় বক্তারা কালীগঞ্জে এমপি আনারের সন্ধ্যান ও সুস্থতা কামনায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে দোয়ার আয়োজন গলাচিপা উপজেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট তারাকান্দা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরন্তর কাজ করছেন জোবায়ের হোসেন বাগেরহাটে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ফরিদগঞ্জে ভোট বর্জনের আহব্বানে মতিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল রাইসির জানাজায় মানুষের ঢল

আওয়ামী লীগ গড়ার রাজনীতিতে বিশ্বাসী, ভাঙার নয় -শিল্পমন্ত্রী

প্রদীপ কুমার দেবনাথ বেলাব (নরসিংদী) :
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের এমপি এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, আওয়ামীলীগের ইতিহাস গড়ার ইতিহাস, আওয়ামীলীগ ভাঙ্গার রাজনীতি করেনা। বেলাব মনোহরদীতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে অবহেলিত এ এলাকার মানুষের উন্নত নাগরিক সুবিধা, গ্রামকে শহরের ন্যায় যাবতীয় সুবিধা প্রদানে দিনরাত কাজ করছি। মন্ত্রী হওয়ার পর থেকে নিজের সুবিধার কথা না ভেবে এলাকার উন্নয়নে বৃহৎ বৃহৎ প্রকল্প এনে দিয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট এমন ভাবে নির্মাণ করছি আগামী প্রজন্মের কাছে এগুলো নজির হয়ে থাকবে। বিরোধিতার খাতিরে বিরোধিতা করে লাভ নেই, বর্তমান সরকারের উন্নয়নে হিংসা না করে সকলে এক পতাকা তলে শামিল হউন। বেলাব মনোহরদী সহ সারা বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির এক স্তম্ভ জননেত্রী শেখ হাসিনা। ব্যাপক উন্নয়নের কারণে সারা বিশ্বের রোল মডেল হিসেবে তাই বাংলাদেশ খ্যাত। তিনি (৯ অক্টোবর) শনিবার নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অনুদান প্রদানের সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় কথাগুলো বলেন। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনূর আক্তার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন পলাশ প্রমুখ। এ সময় শিল্পমন্ত্রী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতির হাতে সরকারি অনুদানের ১৪ হাজার ৫ শত এবং নিজ তহবিল হতে ৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৪৮ হাজার ৫ শত টাকা অনুদান প্রদান করেন। উল্লেখ্য, এ বছর বেলাবতে তেইশটি মন্ডপে হিন্দু ধর্মাবল¤॥^ীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অনুদানপ্রদান কালে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বর্গ, হিন্দু নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী গণ, শিক্ষক ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com