চট্টগ্রামে একদিনে নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১১৪ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (১৩ মে) চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে কেবল চট্টগ্রাম জেলারই ৯৫ জন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম জেলাতেও এটিই একদিনে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার রেকর্ড।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন, বিআইটিআইডিতে শনাক্ত ৪৯ জনের মধ্যে চট্টগ্রাম জেলার ৩৮ জন আছেন। বিভাগের অন্যান্য জেলার ১১ জন। চট্টগ্রামের ৩৮ জনের মধ্যে মহানগরী এলাকার রয়েছেন ৩৩ জন। এছাড়া চন্দনাইশ, পটিয়া, রাউজান উপজেলার একজন করে এবং সাতকানিয়া উপজেলার দু’জন আছেন। চট্টগ্রাম মহানগরীতে শনাক্ত ৩৩ জনের মধ্যে ১৩ জন পুলিশ সদস্য।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত চট্টগ্রামের ৪৫ জনের মধ্যে ৪১ জন নগরীর এবং বাকি চার জন বিভিন্ন উপজেলার।
এছাড়া সিভাসু’র ল্যাবে শনাক্ত ২০ জনের মধ্যে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১২ জন। বাকি নমুনাগুলো ভিন্ন জেলার বলে জানিয়েছেন সিভিল সার্জন।
বুধবারের পরীক্ষার পর চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল।
সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৫১৫ জনের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮০ জন। মারা গেছেন ২৬ জন।
এমআর/প্রিন্স