রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
ছাত্রজনতার দখলে রাজপথ, শ্রীমঙ্গলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আহত ৩ হাসপাতালে চিকিৎসার জন্য এসে আবারো হামলার শিকার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার কেশবপুরের টিটাবাজিতপুরে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অসুস্থ মাহমুদুর রহমান মান্না বিএসএমএমইউতে ভর্তি “বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রুখে দেয়ার আহ্বান” নাজিরপুরে উপজেলা প্রকৌশলীর দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে: আবদুল হালিম জলঢাকায় ভোট চোর চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎশিল্পিরা

ইসলামী ব্যাংকের ৩৭৫তম পলাশবাড়ী শাখার উদ্বোধন

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩৭৫তম পলাশবাড়ী শাখার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মাদ মনিরুল মওলা। তার বক্তব্যে বলেন, সারা বিশ্বের মুসলমান দেশগুলো একটি করে ইসলামী ব্যাংক হওয়ার সিদ্ধান্ত মোতাবেক ১৯৭৪ সালে আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেবের চার্টারে সাক্ষরিত আবেদনের মাধ্যমে বলেন বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হবে তারই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে বাংলাদেশে সরকারি, বেসরকারি মিলে ব্যাংকিং সেক্টরে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ বিনিয়োগকারী ব্যাংক হিসাবে অবদান রেখেছেন। সেই সাথে ইসলামী ব্যাংকের মাধ্যমে এক্সপোর্ট, ইনপোর্ট সহ ব্যাবসা বানিজ্য পরিচালিত হয়। দেশ, বিদেশ মিলে যার গ্রাহক সংখ্যা ১ কোটি ৬০ লাখ যার মধ্যে বাংলাদেশে ৫-৬ লাখ লোক সরাসরি জড়িত। ফলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের অত্যান্ত জনপ্রিয় ব্যাংক এটি। ইসলামী ব্যাংক বাংলাদেশ এর মাধ্যমে সর্বোচ্চ লেনদেন সংগঠিত হয়। এ বছরে দশটি নতুন শাখা খোলা হবে যার মধ্যে পলাশবাড়ী শাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন ঠিক একইভাবে ইসলামী ব্যাংক লিমিটেড তার সাথে অগ্রসর হচ্ছে। দেশে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পরে থাকা জনশক্তিকে সমাজের মূলধারায় নিয়ে এসে আর্থিকভাবে স্বাবলম্বি করার জন্য ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। একইভাবে দেশের শিল্প, গ্রুপ গুলোতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে প্রায় ৮৫ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা সম্পন্ন করেছেন এই ব্যাংক। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে আমাদের দায়িত্ব অপরিসীম। দেশের প্রত্যান্ত অঞ্চলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ২ হাজার ৬ শত এর মতো এজেন্ট, বর্তমান পলাশবাড়ী সহ ৩৭৫টি শাখা এবং ২ শত এর উপরে উপ-শাখা আছে আর এই সবগুলির মাধ্যমে সর্বাধিক প্রযুক্তি নির্ভর একটি ডিজিটাল ব্যাংকিং আমরা পরিচালনা করে আসছি। ইসলামী ব্যাংক সবসময় দেশ, জাতির প্রতি দায়িত্ব নিয়ে দেশের অর্থনীতি ধারাকে বেগবান রাখার জন্য এবং ১৬ কোটি মানুষের যে আস্থা সেটাকে বৃদ্ধি করার অবদান রেখে যাচ্ছে। বক্তব্য শেষে ফিতাকেটে এ শাখাটির উদ্বোধন ঘোষণা করেন তিনি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কাওসার আলী, প্রক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন, শাখাটির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, নারী উদ্দ্যোক্তা তাজনীন সুলতানা, স্থানীয় ব্যবসায়ী ও উদ্দ্যোক্তাগণ ছাড়াও শাখাটির গ্রাহক, কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com