রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
ছাত্রজনতার দখলে রাজপথ, শ্রীমঙ্গলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আহত ৩ হাসপাতালে চিকিৎসার জন্য এসে আবারো হামলার শিকার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার কেশবপুরের টিটাবাজিতপুরে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অসুস্থ মাহমুদুর রহমান মান্না বিএসএমএমইউতে ভর্তি “বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রুখে দেয়ার আহ্বান” নাজিরপুরে উপজেলা প্রকৌশলীর দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে: আবদুল হালিম জলঢাকায় ভোট চোর চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎশিল্পিরা

ফেনীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সমাবেশ

মিজানুর রহমান ফেনী :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসের উদ্যোগ বন্ধসহ প্রধানমন্ত্রী প্রতিশ্রুত পেশাগত সমস্যার সমাধানে ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য ফেনীতে সমাবেশের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ। ৪ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ফেনী জেলা শাখার আয়োজনে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক চঞ্চল দে সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চল কেনিক আইডিইবি এর সহ- সভাপতি মোঃ মোখলেছুর রহমান। ফেনী জেলা সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ নুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল কেনিক আইডিইবি এর সহ -সভাপতি মোঃ কবির উদ্দিন, কেনিক আইডিইবি এর সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান মিয়া, ঢাকা জেনিক আইডিইবি এর সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, ফেনী জেনিক আইডিইবি সভাপতি মোঃ আবুল খায়ের, ফেনী জেনিক আইডিইবি এর সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম,বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি আবদুর রহমান সুজন। এতে আরও বক্তব্য রাখেন, প্রকৌশলী নাজিম উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ফেনী শাখার সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন খোন্দকার বাবলু প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, আগামীর কর্ম চ্যালেঞ্জ মোকাবেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সের মেয়াদ হ্রাসের আত্মঘাতি উদ্যোগ বন্ধ করে এ শিক্ষা ব্যবস্থায় বিরাজমান শিক্ষক স্বল্পতা, শ্রেণীকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি, দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষকদের সম্মানি, ঝঞঊচ প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ, বেতন ভাতা প্রদান এবং ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা আধুনিকায়নে মনোযোগী হবার জন্য শিক্ষা মন্ত্রণালয় মনোযোগ দিতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্বেও বিগত ৮/৯ বছরেও ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন করা হয়নি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংজ্ঞা ও বিভিন্ন ধারা/উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করা হয়নি। এছাড়া, সকল বিদ্যুৎ কোম্পানিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, পলিটেকনিক, টিএসসি, টিটিসি ও এসএসসি (ভোক) শিক্ষকদের পদোন্নতি, শিক্ষক সংকট নিরসন, শ্রেণীকক্ষ, ল্যাব/ওয়ার্কসপ সমস্যার সমাধান, ঝঞঊচ শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন প্রদান এবং ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থান ও প্রাইভেট সেক্টরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মানজনক বেতন ও পদবী নির্ধারণের কার্যকর উদ্যোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নেয়া হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com