গত ২৪ ঘণ্টার ব্যবধানে লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৩ জন। এদের মধ্যে সর্বোচ্চসংখ্যক রায়পুর উপজেলায়। সেখানে নতুন শনাক্তকৃত রোগীর সংখ্যা ১২ জন। অপর একজন রামগতি উপজেলার বাসিন্দা।
রায়পুরে এর আগে আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ জনে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কার্যালয় সূত্র জানায়, একদিনে জেলাতে করোনা সন্দেহে ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে জেলাতে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ায় ৬৩ জন। নতুন শনাক্তকৃত রোগীসহ মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৭৬ জনে।
এমআর/প্রিন্স