সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

বদরগঞ্জে দলীয় নেতাকর্মীদের বাদ দিয়ে দলের বাইরে মনোনয়ন না দেওয়ার দাবি

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

রংপুরের বদরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নেতাকর্মীদের বাদ দিয়ে দলের বাইরে অন্য কাউকে দলীয় মনোনয়ন না দেওয়ার জন্য তৃণমুল পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মীরা মটরসাইকেল র‌্যালী ও প্রতিবাদ সভার আয়োজন করে। গত শনিবার উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী নির্বাচনমুখী আশরাফুল ইসলাম রানা এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন। র‌্যালী ও আলোচনা সভার পূর্বে চেয়ারম্যান প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম রানা তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করতে দুই শতাধিক মটরসাইকেল নিয়ে লোহানীপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে র‌্যালী ও শোভা যাত্রা করেন। পরে সাহেবগঞ্জ এলাকায় নির্বাচন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় লোহানীপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল হাই মাষ্টার বলেন, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে আমরা প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আলোচনা পর্যালোচনা করে যোগ্যতার ভিত্তিতে সাধারন সম্পাদক ও নির্বাচনমুখী রানাকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে সমর্থন দিয়েছি। দলীয় শৃঙ্খলা রক্ষায় তাকে নৌকা প্রতীক দেওয়ার জন্য আমরা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এদিকে প্রতিবাদ সভার মধ্যমণি আওয়ামীলীগ নেতা ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আশরাফুল ইসলাম রানা বলেন, আমাদের সভাপতি আব্দুল হাই স্যার তিনি নির্বাচন মুখী না হওয়ায় ওনার পরে সাধারন সম্পাদক হিসাবে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। বিগত ইউপি নির্বাচনে দলের বাইরে জনৈক ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের সুনাম ক্ষুন্ন হয়েছে। সেইসাথে ইউনিয়নবাসী সকল প্রকার সরকারী অনুদান ও সাহায্য সহযোগীতা থেকে বঞ্চিত হয়েছে। আশা করি এবারে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা দলের বাইরে অন্য কাউকে মনোনয়ন দেয়া থেকে সম্পুর্নভাবে বিরত থাকবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com