বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

বরগুনা সদর উপজেলার গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আল মামুনের অনিয়ম ও দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় সংলগ্ন গুলিশাখালী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের অভিভাবক, জমিদাতা, শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ স্থানীয় শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আল মামুন বিদ্যালয়ের জন্য বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকার কাজ না করিয়ে আত্মসাৎ, বিদ্যালয়ের গাছ এবং পুরাতন আসবাবপত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম-দুর্ণীতি করে যাচ্ছেন। কিন্তু শিক্ষা অফিসে তার আপন বড় ভাই সহকারি শিক্ষা অফিসার হিসেবে কর্মরত থাকায় অভিযোগ করেও কোন প্রতিকার হচ্ছে। তাই নিরুপায় হয়ে আল-মামুনের বিরুদ্ধে মানববন্ধন করতে হচ্ছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ করেন বক্তারা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মো: ফারুক মৃধা, জমিদাতা আলকাছ হোসেন, আলেয়া বেগম ও শিক্ষার্থী আয়শা আক্তার প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com