কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে মাসিক আইনশৃংখলা ও উন্নয়ন সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, ওসি মোঃ আরিফুর রহমান, দেবিদ্বার ট্রাফিক ইউনিট এর টি আই মোঃ নুরুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহ, ইউছুফপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী, বরকামতা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাসার। এসময় উস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবীর, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা অর্জিন চাকমা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাসীর আহাম্মেদ ভুইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, গুনাইঘর দক্ষিন ইউপি চেয়ারম্যান এম এ হাকিম খান, ভানী ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, দেবিদ্বার প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর, সহ উপজেলা প্রশাসনে অন্যান্য কর্মকর্তা বৃন্দ। উক্ত সভায় চুরি, ডাকাতী, ছিন্তাই, মাদক, সিএন জি স্টান্ডে জিপির নামে চাঁদাবাজী ,দেবিদ্বার নিউমার্কেট যানযট মুক্ত করন এবং দেবিদ্বারের আইন শৃংখলা পরিস্থিতি উন্ননে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।