অসাম্প্রদায়ীক দেশ গড়েতে বাহাত্তোরের সংবিধান পূনর্বাহাল করতে হবে, অসাম্প্রদায়ীক সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু ও প্রতিটি সাম্প্রদায়ীক ঘটনার বিচার নিশ্চিত করার দাবী নিয়ে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ-দিনাজপুর বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করে। ৩০ অক্টোবর শনিবার “বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রীস্টান আমরা সবাই বাঙালী, রুখে দাঁড়াও সাম্প্রদায়ীক অপশক্তির বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর এর সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ রহমতুল্লাহ রমহত, নবরূপীর সহ-সভাপতি মানস ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল মতিন সৈকত, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শফিকুল ইসলাম, সাবেক রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলী, নবরূপীর সঙ্গীত সম্পাদক আবু সাঈদ, গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ তারেকুজ্জামান তারেক, জেলা জাসদের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম শহিদুল্লাহ, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্কার সাধারন সম্পাদক মকসেদ আলী, সুইহারী সঙ্গীত নিকেতনের পরিচালক সনৎ চক্রবর্তী লিটু, উদীচী’র নাট্য সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, বাংলাদেশ লেখক সংঘ’র বাসুদেব শীল, বৈকালী নাট্য গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম নাজু, আসফো’র সাধারন সম্পাদক শামীম রাজা, কাব্য কুঞ্জের সাধারন সম্পাদক শেখ সগির কমল, দোলনচাঁপা’র জয়ন্ত ঘোষ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর এর সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। বক্তারা বলেন, আমাদের মনে রাখতে হবে ধর্মীয় পরিচয়ের আগে আমাদের সকলের পরিচয় আমরা মানুষ। দেশের সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পীতভাবে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাম্প্রদায়ীক সম্প্রীতি যাতে আর কেউ নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।