মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য নিয়ে লামা থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে – ২০২১ এবং আগামি ১১ নভেম্বর-২০২১ লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থীদের উপস্থিতিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা, দক্ষতা ও উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট এর আওতায় সহিংসতা সহায়তা কেন্দ্র বিষয়ক তথ্য সরবরাহমূলক প্রচারণাভিযান কার্যক্রম ও মতবিনিময় সভা লামা থানা কনফারেন্স রুমে লামা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বান্দরবান জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে (৩০ অক্টোবর) শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ মিজানুর রহমান, লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াইছিং মার্মা, অফিসার ইনচার্জ (তদন্ত ) মোঃ আলমগির হোসেন, লামা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সাংবাদিক ও স্থানীয় সচেতন জনসাধারন। লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লামা উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা এখন পর্যন্ত উৎসবমূখর ও সুন্দর পরিবেশ বজায় রয়েছে। আশা করছি আর যে কদিন আছে উৎসব মূখর পরিবেশ বজায় থাকবে। তিনি বলেন ফেসবুকে গুজব রটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা হলে কিংবা নির্বাচনে কোন অনিয়ম, সহিংসতা অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতী ঘটানোর চেষ্টা করা হইলে কাউকে ছাড় দেওয়া হবে না