সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

চকরিয়া বিএমচর আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন: নতুন প্রার্থী সাবেক চেয়ারম্যান বদিউল আলম

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

চকরিয়া বিএমচর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকনকে বদল করে সাবেক চেয়ারম্যান বদিউল আলমকে দেয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য গত ২৬ অক্টোবর দলের মনোনয়ন বোর্ড বিএমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকনকে ঘোষনা দেয়ার ৩ দিন পর বিএমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তন করেছে দলের মনোনয়ন বোর্ড। এখানে আওয়ামীলীগের নতুন প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান আলহাজ বদিউল আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ বদিউল আলমকে চেয়ারম্যান পদে নৌকার নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। এ ব্যাপারে প্রার্থীতা ত্যাগ করা প্রার্থী শহিদুল ইসলাম খোকন বলেন, মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছেন এ জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু নির্বাচনের জন্য আমার কোন প্রস্তুতি ছিল না। তাই আমি নিজেই এ সম্মানকে ধরে রাখতে মনোনয়ন বোর্ড আবেদন করে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদিউল আলমের কাছে মনোনয়ন বোর্ডে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com