‘‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিবাদ কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস ২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, গাছের চারা ও সনদ বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুণ কুমার গোস্বামী র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসার উদ্দীন, সবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ওয়ার্ল্ড ভিশনের উপজেলা প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার রায়। পল্লীশ্রী এরিয়া কো-অডিনেটর এ এস এম তারিকুল ইসলাম। ফুলবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ডিফেন্স প্রমূখ।