মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এ প্রতিপাদ্যকে মুখ্য করে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১। সেই ধারাবাহিকতায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উক্ত কর্মসূচীকে নানা আয়োজন সাজাই। ৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সিভিল ডিফেন্স স্টেশনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল। ফায়ার কর্মীদের প্যারেড শেষে ফায়ার স্টেশনে চলমান গাউডওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি বলেন, দেশের যেকোন দূর্যোগে ফায়ার সার্ভিস সকলের আগে। যখন কোন বাহিনী বা সাধারণ মানুষও পৌঁছাই না তখন সবার আগে ফায়ার সার্ভিস ঝাপিয়ে পড়ে। দূর্যোগে-বিপদে ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সময়ের ব্যবধানে সরকার ফায়ার সার্ভিসকে আধুনিক সব সরঞ্জামে সজ্জিত করেছে। ভবিষ্যতে সরকারি দপ্তরের সেবা আরও গতিশীল হবে। পরে ইউএনও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সীতাকু- ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, এ সপ্তাহ উপলক্ষে আমাদের বর্ণিল আয়োজন থাকছে। আমরা পুরো সীতাকুণ্ড উপজেলাব্যাপী দূর্যোগ সম্পর্কিত সচেতনতামূলক মাইকিং, অগ্নিনিরোধক মাইকিং, প্রচারপত্র-লিফলেট বিলি, বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্নিনিরোধক ব্যবস্থাপনা পরিদর্শন, যান্ত্রিক শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।জনগণকে ফায়ার সার্ভিসের সেবা সম্পর্কে অবহিত করাসহ সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা দৃঢ? প্রতিজ্ঞাবদ্ধ। ইতিমধ্যেই সীতাকুণ্ড ফায়ার স্টেশনকে নতুন আঙ্গিকে সাজিয়েছি আমরা। স্টেশনে অবস্থিত বৈসাদৃশ্য বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা হয়েছে। দৃষ্টিনন্দন ফুল বাগান ও নব রঙে সাজানো হয়েছে স্টেশন অঙ্গন। পিছনের গাইডওয়াল পুনরায় নির্মাণ করা হচ্ছে। এতে করে স্টেশনের নিরাপত্তা আরও বৃদ্ধি পেল। এছাড়াও আমাদের সেবার যান্ত্রিক ব্যবস্থাকে নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। আমাদের হটলাইন সম্পর্কে প্রচার করা হচ্ছে। যেকোন আগুন বা সড়ক দূর্ঘটনায় আমরা খুব দ্রুত পৌঁছাতে সক্ষম। আমাদের সেবার এ ধারা আরও বেশি বৃদ্ধি পাবে।