বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
পাঁচবিবিতে পাট ও পাট বীজচাষিদের প্রশিক্ষণ সহায়তা কেন্দ্র (আসা নাক) জামালপুরের সাধারণ সম্পাদক কাউছারের বিরুদ্ধে একযোগে অনাস্থা ফুলপুরে রাস্তার কাজে গাফেলতি জনদুর্ভোগ চরমে মুন্সীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যাকান্ডের প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন জামালপুরের মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল দাবিতে অভিভাবকদের বিক্ষোভ কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা জলঢাকায় পাট চাষি প্রশিক্ষন শ্রীমঙ্গলে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর প্রকল্প সমাপনী ও প্রকাশনা কুড়িগ্রামে স্কুল পর্যায়ে বিতর্ক কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা পঞ্চগড়ের দেবীগঞ্জে সফল পোনা চাষী শিক্ষক চিনু মাস্টার

যারা সীরাতে রাসুল সা. থেকে যত বিচ্ছিন্ন তারা ধ্বংসের নিকটবর্তী

মাহমুদ আল আজাদ (চট্টগ্রাম) হাটহাজারী :
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

জাতীয় সীরাত কন্ফারেন্সে বক্তারা

জাতীয় সিরাত কন্ফারেন্সে বক্তারা বলেন,আল্লাহর রাসুলের সীরাত থেকে যারা বিচ্ছিন্ন তারা ধ্বংসের নিকটবর্তী। কাউকে খুশি করা কিংবা কোনো রাজনৈতিক দলের কথায় নয় বরং বিশ্বনবীর আদর্শের কারণেই মুসলমান কখনও সাম্প্রদায়িক হতে পারে না। কোনো মুসলমান অন্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ করবে এটা কোনোক্রমেই বিশ্বাসযোগ্য নয়। রাসুলের পারিবারিক জীবন প্ররঙ্গে তিনি বলেন, যারা বিশ্বনবীর দাম্পত্য জীবন নিয়ে অস্বস্থি প্রকাশ করেন, প্রশ্ন তুলতে দুঃসাহস দেখান, ইতিহাসের রাজরাজড়াদের যারা বহু নারী ও মাদকে ডুবে থাকতেন তাদের মধ্যে এমন কাউকে পাবেন না যিনি তার অনুসারীদেরকে নারী সম্ভোগ, অশ্লীলতা, নারীর প্রতি অত্যাচার ও দৃষ্টি সংযত রাখতে বলেছেন এবং তার বিশালসংখ্যক অনুসারী তা মেনে নিয়েছে এবং জীবন বদলে ফেলেছে এমন দৃষ্টান্ত নাই। ওদের সঙ্গে মহানবী জীবনাদর্শের আকাশ পাতাল পার্থক্য তাদেরকে বুঝতে হবে। যদি তিনিও তাদের মতো হতেন চৌদ্দশ’ বছর যাবত দুনিয়ায় তাঁকে ভালোবাসার ও তাঁর অনুসরণ করার কোটি কোটি মানুষ আপনি দেখতেন না। গত ৫ নভেম্বর ২১ ইং শুক্রবার বিকেল ৩টায় মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জীবনচরিত আলোচনা অনুষ্ঠান ‘জাতীয় সিরাত কনফারেন্স-২০২১ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। শিক্ষা ও গবেষণামূলক সংস্থা রিসালাতুল খাইর-এর ব্যবস্থাপনা ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় সিরাত কনফারেন্সে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সাহিত্যিক, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস ও উপপরিচালক মাওলানা ফুরকানুল্লাহ খলিল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলাম টাইমসের সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট সিরাত গবেষক ও ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারাল অলিম্পিয়াডের চেয়ারম্যান, মাওলানা মুসা আল হাফিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী ব্যাংকসমূহের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান, ড. মুহাম্মদ গিয়াসুদ্দিন তালুকদার অধ্যাপক আলাউদ্দিন চৌধুরী ও মাওলানা আফিফ ফুরকান মাদানী রিসালাতুল খাইরের চেয়ারম্যান, মাওলানা সুহাইল সালেহ, ভাইস চেয়ারম্যান, ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সেক্রেটারী হাসান মাহমুদ ফয়সাল, মাওলানা তোয়াহা দানিশ, মাওলানা মুহাম্মদ আনোয়ারী ও মাওলানা মুহসিন বিস্ময়াভিভূত এবং মস্তক অবনত করতে বাধ্য হয়েছে। নবিজীর আদর্শ জীবনে ও সমাজে বাস্তবায়িত করার মাধ্যমেই মানবতার মুক্তি সম্ভব হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com