বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শে সকল ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ও হানাহানি প্রতিরোধে দিনাজপুরের মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচী পালন করে। গতকাল রবিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুরের সর্বস্তরের মুক্তিযোদ্ধারা এই মাববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে। বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক জেলা কমান্ডার এস,এম মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হায়াত কুদরতে খুদা, বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার ফোরামের দিনাজপুর জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, আকবর আলী, প্রফুল্ল চন্দ্র, সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন আক্তার, ছাত্তার হোসেন প্রমুখ। মানববন্ধন কর্মসূচী পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার ফরহাদ আহম্মেদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হিমেল। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের এই দেশ স্বাধীন করতে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সবাই এদেশের নাগরিক কিন্তু সেই সময়কার পরাজিত পাকিস্তানীদের দোসর দেশের সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনিষ্ট করার জন্য এখনও গভীর ষড়কন্ত্রে লিপ্ত রয়েছে। তারই জ্বলন্ত প্রমাণ কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। এ দেশ বাঙালীদের দেশ। এদেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। যারা এই আদর্শকে মানেনা তারা অবিলম্বে এ দেশ ত্যাগ করতে পারেন। শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের উন্নতি এবং মঙ্গল কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।