সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

যুবলীগ নেতার ভাই রুহুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

কক্সবাজারে মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের ছোট ভাই রুহুল কাদের রুবেল হত্যাকা-ে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে নিহত রুহুলের পরিবার, স্কুল-কলেজ-মাদরাসা পড়ুয়া ও এলাকাবাসী। ৮ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত জনতাবাজার-গোরকঘাটা সংলগ্ন প্রধান সড়কের কালারমারছড়া বাজারে ঘন্টাব্যাপি এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসীর সাথে অংশগ্রহণ করেন কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও এলাকার শত শত নারী-পুরুষ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী অংশ গ্রহন করেন এ মানববন্ধনে। হাফেজ জামাল হোছাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যুবলীগ নেতার ছোট ভাই রুহুল হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ন্যাক্কারজনক হত্যাকান্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক শরীফ এবং নিহতের ভাইফো ইমতিয়াজ মোহাম্মদ আকিব, আনিছ ফরহাদ শাওন, এনজিও কর্মকর্তা কুরবান আলী, মৌলবী আবু তাহের, নিহতের পিতা মোহাম্মদ আমিন, যুবলীগ নেতা আব্বাস সিকদার ও নিহতের স্ত্রী ফাতেমা বেগম প্রমুখ। মানববন্ধনে উপ¯ি’ত বক্তারা বলেন, প্রশাসন চাইলেই রুহুল কাদের হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে পারে। তবে প্রশাসনের উদাসীনতার জন্য এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অতিদ্রুত গ্রেপ্তার না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এ সময় তারা মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের সভাপতি রুহুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। এসময় নিহতের পরিবার ও এলাকাবাসি রুহুল হত্যার আসামী সন্ত্রাসী কানা বাদশাহ, আব্দুল গফুর, নাজেম উদ্দিন, সরওয়ার, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ বাইতুল্লাহ, আরফতা, মোহাম্মদ শুক্রুর, মোহাম্মদ মামুন, মোহাম্মদ মনিয়াসহ আজিজকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। প্রসঙ্গতঃ গত ১৮ অক্টোবর উপজেলার কালারমারছড়া বাজার থেকে রাতে বাড়ী ফেরার পথে ফকিরজুম পাড়া গ্রামে পৌছঁলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা রুহুল কাদেরের গতিরোধ করে কুপিয়ে ও গুলি করে পেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com