বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান সিরিজের দলে বড় পরিবর্তন আভাস আগেই ছিল। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন কবে ঘোষণা হবে পাকিস্তান সিরিজের দল। অবশেষে মঙ্গলবার বিকালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার, প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার। ঘোষিত দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বিশ্বকাপে থেকে ফিরে এসে তিনি টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম চেয়েছিলেন। তার ইচ্ছের গুরুত্ব দিয়ে বিসিবি বিশ্রাম দিয়েছে। যদিও বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৮ ম্যাচে ২০.৫৭ গড়ে মুশফিকের রান ছিল ১৪৪। বিশ্বকাপের ব্যর্থতায় তাকে নিয়ে সমালোচনা হয়েছিল।
মুশফিকের মতো দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারও পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। বিশ্বকাপের মঞ্চে বাজে সব শট খেলে দ্রুত আউট হয়ে দলকে বিপদে ফেলেছিলেন এই দুই ব্যাটার। বিশ্বকাপ চলাকালেই দু’জনকে নিয়ে বিপুল সমালোচনা হচ্ছিল। ৮ ম্যাচে লিটনের রান ছিল ১৩৩। অন্যদিকে ৪ ম্যাচে সৌম্যর সংগ্রহ ২৭ রান। নিয়মিত ভাবে এই দুই ব্যাটারে আস্থা রাখা নির্বাচকরা এবার আর আস্থা রাখতে পারেননি। এই তিনজনের বাইরে বিশ্বকাপ দল থেকে অনুমিত ভাবেই বাদ পড়েছেন দুই ক্রিকেটার। সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরিতে আগেভাগেই আরব আমিরাত ছেড়েছিলেন।
বাংলাদেশ দল : মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী।