ফরিদপুরের নগরকান্দায় বধির প্রতিবন্ধীদের মাঝে ত্রান হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর হতে এ ত্রান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বিপ্লব, ওসি তদন্ত আশিষ কুমার সান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডঃ জাকিরুল ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ লিটন মিয়া, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। উপজেলার প্রায় ৩০ জন বধির প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল ১০ কেজি, আলু ৫ কেজি, তৈল ১ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন করোনাকালীন সময়ে সকল শ্রেনী পেশার লোকজনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে কিন্তু বধির প্রতিবন্ধীদেরকে এভাবে যাচাই করে দেওয়া হয় নাই। কিন্তু এবার এদেরকে খাদ্য সামগ্রী দিতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।