দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ১৭৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে রোববার (১৭ মে) সকাল পর্যন্ত পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫৫৭-এ।
রোববার পুলিশের করোনাভাইরাস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৯৫ জন সদস্য আছেন। আর আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনাভাইরাসমুক্ত হয়ে ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে রোববারই বিজয়ীর বেশে ঘরে ফিরেছেন ৪৬ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। মারা গেছেন আট জন।
পুলিশ সদরদফতর জানিয়েছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
এমআর/প্রিন্স