বুধবার, ০৮ মে ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

বাইডেনের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পায়নি বাংলাদেশ, চীন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ডিসেম্বরে অনুষ্ঠেয় ভার্চ্যুয়াল গণতন্ত্র সম্মেলনে প্রায় ১১০ টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ভারত, পাকিস্তান, ইরাককে আমন্ত্রণ জানানো হলেও বাদ পড়েছে বাংলাদেশ, চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত তালিকার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়নি যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনকে। একদিকে তাইওয়ান নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। তার ওপর তাইওয়ানকেও আমন্ত্রণ জানানো হয়েছে এতে। বাদ রাখা হয়েছে চীনকে। ফলে এই সম্মেলনে আমন্ত্রণ না জানানোয় বেইজিং ক্ষুব্ধ হতে পারে।
তালিকা থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের মতো ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক। অনলাইনে এই সম্মেলন হবে ৯ ও ১০ই ডিসেম্বর। এতে মধ্যপ্রাচ্য থেকে শুধু ইসরাইল এবং ইরাক অংশ নিতে পারবে। আমন্ত্রণ জানানো হয়নি যুক্তরাষ্ট্রের মিত্র দেশ মিশর, সৌদি আরব, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে। ব্রাজিলে উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জায়ের বোলসনারো ক্ষমতায় থাকা সত্ত্বেও দেশটিকে আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন। বোলসনারো কর্তৃত্ববাদী শাসক এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হলেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওদিকে ইউরোপে মানবাধিকার রেকর্ড নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে উত্তেজনা অব্যাহত থাকলেও পোল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়নি কট্টর জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নেতৃত্বে থাকা হাঙ্গেরিকে। আফ্রিকার দেশ কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং নাইজারকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগস্টেই এই সম্মেলনের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। তারা বলেছে, গণতন্ত্রের তিনটি মূলনীতির প্রতি প্রতিশ্রুতি এবং উদ্যোগকে ঝালাই করে নেয়ার জন্য এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। ওই তিনটি মূলনীতি হলো কর্তৃত্ববাদের বিরোধিতা করা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকারের প্রতি সম্মানকে উদ্বুদ্ধ করা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com