রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
গজারিয়া জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার কেশবপুরে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা গ্রামবাংলার খেলাধুলার একটি ঐতিহ্য ছিল এসব কাঠের খেলনা গজারিয়াবাসীর সেবা করাই রুহুল আমিনের লক্ষ্য আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আঃ হককে চায় সর্বস্তরের জনগণ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির মানববন্ধন জামালপুরে পল্লীবিদ্যুতের অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার আছে পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে জিআর মামলার চার পলাতক আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের হেমায়েত হোসেনের নির্মাণাধীন বাড়ির উত্তর পাশে বাগানের মধ্যে ১৪/১৫ জনের এক দল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে জড় হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাতৈর ইউনিয়নের শাহিদ শেখের ছেলে হান্নান শেখ (২৫), ঘোষপুর ইউনিয়নের ইছাখালি গ্রামের মাজেদ শেখের ছেলে মিরাজ শেখ (৪০), একই গ্রামের জয়নুদ্দিন শেখের ছেলে ফারুক শেখ (৪০), শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের মোফাজ্জেল বিশ্বাসের ছেলে আনিচুর রহমান (৩০) এবং একই ইউনিয়নের শেখপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. দুলু মিয়া (২১)। গ্রেফতারকৃতদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রথমোক্ত চার জন একাধিক জিআর মামলার পলাতক আসামী। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ৫/৭ জনসহ এজাহারনামীয় আট জনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় বুধবার মামলা করেছেন। ডাকাতি করার জন্য সমবেত হওয়ার অপরাধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় এই মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com