রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের তাহিরপুরে খাস কালেকশনের নামে দুর্নীতি: জেলা প্রশাসকের কাছে অভিযোগ নতজানু নীতির কারণে হাসিনা সীমান্ত হত্যার প্রতিবাদ করেননি খেলাধুলা শরীরিক ওমানসিক বিকাশ ঘটায় : রেজওয়ানুল হক পাটগ্রামের দহগ্রামে বন্যা কবলিত পরিবারের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তা প্রদান কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন ফটিকছড়িতে হামলার পর উল্টো মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ! লাকসামে ১৬৫ পরিবারকে স্পেন-বাংলাদেশ সোসাইটির নগদ অর্থ সহায়তা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইলে হরিলীলামৃত স্কুলের শিক্ষকদের সম্মানী প্রদান ফুলপুরে বন্যার মারাত্মক অবনতি রায়গঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জীবনের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে জামালপুরে গৃহীত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফ্ফর হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর জেলা আইনজীবী সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বিএসআরএম এর সিএসআর প্রধান তরিখুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা সমাজসবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদ, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, জামালপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফজলুল হক, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লা, তৃতীয়লীঙ্গের প্রতিনিধি দেলু ও আয়নাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং ধারণাপত্র উপস্থাপনা করেন প্রকল্প ব্যবস্থাপক লিটন সরকার। অনুষ্ঠান আয়োজন করে উন্নয়ন সংঘ ও বিএসআরএম।অনুষ্ঠানে সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ ৭০জন অংশ নেন।অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেন বর্তমান সরকার হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে সর্বাত্মক সহায়তা করার জন্য কাজ শুরু করেছে। আগামী দিনে যাতে উন্নয়নের মূলস্রোতধারায় তৃতীয় লীঙ্গের জনগোষ্ঠীকে নিয়ে আসার জন্য সরকারি, বেসরকারি উদ্যোগ গ্রহণ করার জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করছে। তিনি উন্নয়ন সংঘ ও বিএসআরএমকে ধন্যবাদ জানান।বিশেষ অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন বলেন জামালপুর সদর উপজেলায় ১০০টি ঘরের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। তবে এদের আচরণ পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে হিজড়াদের জীবনবঞ্চনা দূর হবে। তাদেরকে পরিবারে সংযুক্ত করে সুরক্ষা দিতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com