বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত ভ্যান-ঠেলাগাড়ি দিয়ে এইচএসসি কেন্দ্রে পরীক্ষার্থীরা বরিশালে নদীতে চলছে ‘বিমান’ বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক গ্রেফতার কিডনি বিকল হতে যাওয়া রিকশাচালক সিরাজুলকে বাঁচাতে সাহায্যের আবেদন ডোমারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র বিদায় সংবর্ধনা নেত্রকোণা জেলা প্রশাসক পেলেন শুদ্ধাচার পুরস্কার বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালের ১০ লিফটের ৮টিই অচল মাদারগঞ্জে বিক্ষোভ ও হরতাল ঘোষণা : চেয়ারে বসার একদিন আগে উপজেলা চেয়ারম্যান কারাগারে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সংলাপ উপলক্ষে প্রস্তুতি সভা দুর্গাপুরে বঙ্গববন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

জামালপুরের এসপি নাসির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবী

এম এ কাশেম জামালপুর:
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

জামালপুরের আজ আন্দোলনের ৮ম দিনে মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে অনতিবিলম্বে জামালপুর থেকে প্রত্যাহারের দাবীতে শনিবার সকাল১১টায় জামালপুর শহরের বকুলতলা চত্বরে আন্দোলনরত সাংবাদিকরা সমবেত হয়ে এক মৌন মিছিলে অংশগ্রহণ করে। মৌন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে ও বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জামালপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজ রায়হান সাদা এবং সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা, এটিএন নিউজের জামালপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, দৈনিক সমকাল ও ২৪ টিভি’র জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু,দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি কাফি পারভেজ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধিও ডিবিসি টিভিপ্রতিনিধি শুভ্র মেহেদী বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি এম সুলতান আলম,দৈনিক জাগরণপত্রিকার জেলা প্রতিনিধি শওকত জামান, দৈনিক সচেতনকন্ঠের সম্পাদক বজলুর রহমান, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সময় টিভি’র জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রুকন, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মুনিরুল হক নোবেল, সদস্য সচিব মীর জাহাঙ্গীর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তুফান, জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি এম এ কাশেম প্রমুখ।বিক্ষুব্ধ সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচীর ডাক দেওয়া হবে।উল্লেখ্য, সাংবাদিকদের নিয়ে গত শুক্রবার জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের আপত্তিকর বক্তব্য ও হুমকি প্রদান করেন। এরই প্রতিবাদে অভিযুক্ত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে অনতিবিলম্বে জামালপুর থেকে প্রত্যাহারের দাবীতে জামালপুর জেলার কর্মরত সাংবাদিকরা লাগাতার আন্দোলন কর্মসূচিরঅংশহিসেবেমৌনমিছিলবিক্ষোভসমাবেশপালনকরেনঅপরদিকেগতকালকের জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। সেই সঙ্গে আগামী দুই দিনের জন্য দেওয়া হয়েছে নতুন কর্মসূচি।টানা আন্দোলনের সপ্তম দিন শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে জেলার সাংবাদিকদের সব সংগঠনের অংশগ্রহণে শহরের বকুলতায় অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই নতুন কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার মৌন মিছিল এবং রবিবার ডিসি অফিস ঘেরাও।জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের সাংবাদিক সুশান্ত কানুর সভাপতিত্বে ও কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলী, সাধারণরর সম্পাদক যমুনা টেলিভিশনের সাংবাদিক শোয়েব হোসেন, আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিম, নিউজ টুডের সাংবাদিক সুলতান আলম, মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, জামালপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আমাদের সময়ের সাংবাদিক আতিকুল ইসলাম রুকন, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল প্রমুখ।মানববন্ধন থেকে পুলিশ সুপারকে দ্রুত প্রত্যাহার এবং অনুমোদনবিহীন পুনাক মেলা বন্ধের দাবি জানান সাংবাদিক নেতারা। সেই সঙ্গে নতুন কর্মসূচিতে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, পুলিশ সুপার যোগদানের পর থেকেই জামালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। হত্যা, ধর্ষণ, গুমসহ ঘাটেঘাটে চাঁদাবাজির পরিমাণ বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে অজ্ঞাতনামা লাশ। সেই সঙ্গে ঘুষ ও দুর্নীতিতে ডুবে গেছে পুলিশ প্রশাসন। এই অরাজকতা থেকে জামালপুরবাসীকে রক্ষায় পুলিশ সুপারের দ্রুত প্রত্যাহার জরুরি। প্রসঙ্গত, শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের মেলা প্রাঙ্গণে ডাকেন ওই পুলিশ সুপার। তার ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সাংবাদিকদের ধরে পিটিয়ে চামড়া তুলে নেওয়াসহ ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন। এর প্রতিবিাদে আন্দোলনে নামেন জেলার কর্মরত সাংবাদিকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com