বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা সলঙ্গা কুঠিপাড়া মাদ্রাসায় কোরআনের ছবক সেবা মান উন্নয়নে বিআরটিএ’র গণশুনানি দাগনভূঞা বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহাম্মদ বিজয়ী তাঁর খালার আমলে মানুষ গুম করা হয়েছিল, এরপরও টিউলিপকে কেন মন্ত্রী করলেন স্টারমার এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল গাজা যুদ্ধ : সদ্যজাত ২১৪ শিশুকে হত্যা করেছে ইসরাইল সংস্কার প্রশ্নে ৩১ দফার দিকে তাকান, অন্তর্বর্তী সরকারকে দুদু

মন্ত্রণালয় থেকে ভোগান্তির সৃষ্টি হয়নি : প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ভোগান্তির সৃষ্টি করা হয়নি।’ মন্ত্রী তার মন্ত্রণালয়ের তৎপরতা নিয়ে বলেন, ‘সৌদিতে কোয়ারেন্টিনের ব্যাপারে আমরাই সিদ্ধান্ত নিয়ে ২৫ হাজার টাকা ভর্তুকি দিয়েছি। পিসিআর টেস্টের ফি এক হাজার ৬০০ টাকা আমরা বহন করব বলে ঘোষণা দিয়েছি।’ বিমানের ভাড়াসহ প্রবাসী শ্রমিকদের ভোগান্তি নিয়ে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে শুক্রবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদেশের শ্রমবাজার নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন মন্ত্রী। সেখানেই তিনি এসব কথা বলেন। বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং বিমানের বেশি ভাড়ার বিষয়ে সিভিল অ্যাভিয়েশন, ইমিগ্রেশন ও বিমানকে জিজ্ঞাসা করার পরামর্শ দেন ইমরান আহমদ। তিনি বলেন, ‘চিল্লাতে চিল্লাতে, চিঠি দিতে দিতে এ মুহূর্ত পর্যন্ত আমি অপারগ।’
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গ: তিন বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এ জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর হতে যাচ্ছে আগামী রোববার। শুক্রবার সকালের সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পুরো ডিটেইলস পাবেন না এখন। একটা বিষয় আছে যে ডকুমেন্ট স্বাক্ষর না হওয়া পর্যন্ত এটার ডিটেইলগুলো কিন্তু জানানোর কথা নয়। আমি যা বলব, ভাসা-ভাসা বলব। স্বাক্ষর করার পর জিজ্ঞাসা করলে ডকুমেন্টে কী আছে, তা আমি বলব। কারণ, দুই দেশের মধ্যে সমঝোতা, এখানে কিন্তু কনফিডেন্সিয়ালিটির একটা বিষয় আছে।’ রিক্রুটিং এজেন্সি, দালালের প্রতারণা ও সিন্ডিকেট বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা জানি, অতীতে অনেক কিছু হয়েছে। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে এই অতীতকে দূর করার চেষ্টা করে এসেছি। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী নই। এর মধ্যেই আমাদের কানে চলে আসে যে আমরা কত কিছু করছি। কে পয়সা কোথায় খাচ্ছে, কে দুবাইতে গিয়ে পয়সা খাচ্ছে। এর মধ্যে আমার নামও আসছে। এ ধরনের রিউমার পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য করা হয়।’ কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানান ইমরান আহমদ। মালয়েশিয়ায় যাওয়ার পর নিয়োগকারী প্রতিষ্ঠান বদলানো যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেই দেশ মানুষ নেবে, সেই দেশের আইন মোতাবেক চলতে হবে। ওরা অনুমতি দেবে কি না, সেটা ওদের ব্যাপার। যদি অনুমতি না দেয়, আমার যদি পছন্দ না হয়, তাহলে আমি যাব না।’
মালয়েশিয়ায় যাওয়ার খরচ এখনো নির্ধারণ করা হয়নি জানিয়ে তিনি বলেন, আগে যা লাগত, তার চেয়ে অনেক কম খরচ নেয়া হবে।
লিখিত অভিযোগ না পেলে ব্যবস্থা নেবে না মন্ত্রণালয়: ওমানসহ কয়েকটি দেশে শ্রমিকদের পাসপোর্ট নবায়ন না হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ বিষয়ে সরাসরি লিখিত অভিযোগ করতে ভুক্তভোগীদের পরামর্শ দেন মন্ত্রী।

সৌদি আরবসহ বিভিন্ন দেশে যেতে শ্রমিকদের মন্ত্রণালয়ের নির্ধারণ করা খরচের চেয়ে কয়েক গুণ বেশি খরচের বিষয়ে মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এখন পর্যন্ত একটিও লিখিত অভিযোগ পাননি বলে জানান। শোনা কথা নয়, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এর আগে লিখিত বক্তব্যে সচিব বলেন, বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ বিষয়ে সম্প্রতি গ্রিসের সাথে বাংলাদেশের একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে। একইভাবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সাথেও কর্মী পাঠানোর জন্য চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এছাড়া নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়াসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, চীন, ক্রোয়েশিয়া, সেনেগাল, বুরুন্ডি, সেশেলস, মালয়েশিয়ার সারওয়াক প্রভৃতি দেশে কর্মী প্রেরণ শুরু করা হয়েছে। ১৮ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালন করা হয়। ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্য নিয়ে দিবসের নানা কর্মসূচি পালন করবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠান শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উপস্থিত থাকবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com