সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

জিল বাংলা সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলে ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে কেইন কেরিয়ার প্রাঙ্গনে এই উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিল বাংলা সুগার মিলের ৬৪তম মাড়াই মৌসুমের উদ্ধোধন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিপ অব পার্সোনেল রফিকুল ইসলাম। ৬৪তম মাড়াই মৌসুমে ৩০ হাজার হেক্টর জমিতে আখ চাষ করে ২৪ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মহব্বত কবির, জিবাসুমি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি দলিলুর রহমান, আখ চাষী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আব্দুল মান্নান মোল্লাসহ মিলের আখ চাষী, শ্রমিক ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য যে, এবছর ৩৩টি কেন্দ্রে থেকে আখ ক্রয়ের মাধ্যমে ৩০ দিন মিলের উৎপাদন করার কথা রয়েছে। সারাদেশে ১৫টি মিলের মধ্যে বর্তমানে ৬টি স্থগিত রয়েছে। আর চালু রয়েছে মাত্র ৯টি সুগার মিল। চালু থাকা মিলের মধ্যে জিল বাংলা সুগার মিল অন্যতম। ৭৯ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এবছর আখ মাড়াইয়ের উদ্বোধন ঘোষণা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com