শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

ছয় দিনের পরিবর্তে ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকার সিদ্ধান্ত নিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

বৃহস্পতিবার (২১ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে নোয়াব জানিয়েছিলো ঈদে সংবাদপত্রে ছুটি থাকবে ছয় দিন।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঈদুর ফিতরের ছুটি পাঁচদিন হবে। এজন্য ২৩-২৭ মে পর্যন্ত সংবাদপত্র বন্ধ থাকবে। নোয়াবের নির্বাহী কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩-২৭ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪-২৮ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

এর আগে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ছুটি তিন কিংবা চার দিন হতো।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com