শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধে প্রাণ নাশের হুমকি : থানায় জিডি গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চমক দেখালেন মীনা খাগড়াছড়িতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আজিজ উদ্দিন বগুড়া ও জয়পুরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামালপুর সদর উপজেলা পরিষদে বিজন কুমার চন্দরকে বিজয়ী ঘোষণা ডিমলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন মেলান্দহে দুগ্ধ সমবায় প্রকল্পের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ গলাচিপায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ তারাকান্দায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ নুরে আলম সিদ্দিকী শাহীন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

আমরা এখন নির্বাচনের মুডে আছি: আইভী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

দলের নেতাকর্মীদের সহযোগিতা বা অসহযোগিতার বিষয় নিয়ে এখন আর কোনও কথা বলতে চান না নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘এখন আমরা নির্বাচনের মুডে আছি।’ গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দলীয় কোন্দল ও অসহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, এগুলো নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। নির্বাচন এলে কেউ সহযোগিতা করবে, আবার কেউ করবে না; এটাই স্বাভাবিক। নির্বাচনে এগুলোই হয়, এগুলো মাথায় রেখেই নির্বাচন করতে হয়। এখন সময় জনগণের কাছে যাওয়ার। আমি সেটাই করছি। আমি সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি।’
আইভি নিজের কর্মপরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘আমি জনগণের অনেক দাবি পূরণ করার চেষ্টা করেছি এবং করছি। জলাবদ্ধতা যাতে না হয়, সে জন্য ড্রেন করে দেওয়া হয়েছে। জলাবদ্ধতার কারণে যাতে রাস্তা ক্ষতিগ্রস্ত না হয়, সেগুলো মাথায় রেখে কিন্তু আমি ৯০ শতাংশ কাজ করে ফেলেছি। এখন অলিগলির ভেতরে কিছু কাজ বাকি আছে। সেগুলো ইনশাল্লাহ করে দেবো। তাছাড়া প্রচুর খেলার মাঠ করেছি, কবরস্থান করেছি, পুকুর নিয়ে কাজ করেছি। কবরস্থান, শশ্মান এগুলো নিয়ে আরেকটু কাজ করতে হবে। নগর ভবনের কাজ বাকি আছে। প্রচুর বড় প্রকল্প আছে। নি¤œ আয়ের মানুষের জন্য আবাসন করছি। পরিচ্ছন্নকর্মীদের জন্য কলোনী করছি। সিদ্ধিরগঞ্জে বড় একটি জলাশয় সংরক্ষণ করেছি। প্রচুর কাজ হচ্ছে, এই কাজগুলো চলমান রাখবো।’ জয়ী হলে দুটি বিষয়ে প্রাধান্য দেবেন উল্লেখ করে আইভী বলেন, ‘করোনার কারণে শীতলক্ষ্যার ওপরে কদমরসুল ব্রিজ নিয়ে আমরা একটু পিছিয়ে পড়েছি। আর ৯ নম্বর ওয়ার্ডে ২৩ একর জায়গা নিয়েছি বর্জ্য ব্যবস্থাপনার জন্য। সেখানে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করবো। এই দুটি কাজকে অগ্রাধিকার দেবো সবচেয়ে বেশি। ছয়টি কাজ আমাদের হাতে আছে, যেগুলোর কোনও কোনোটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com