কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হবে কাতার। এ বিষয়ে যুক্তরাষ্ট্র একটি পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন তিনি। এ পদক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। গত সোমবার হোয়াইট হাউজে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাতার হলো (যুক্তরাষ্ট্রের) ঘনিষ্ঠ মিত্র ও নির্ভরযোগ্য অংশীদার। তিনি তার ওভাল অফিস থেকে বলেন, ‘আমি কংগ্রেসকে জানিয়েছি যে কাতারকে ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে মর্যাদা দিব। এর মাধ্যমে কাতারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্ব প্রকাশ পাবে। আমি মনে করি যে কাতারকে অনেক দেরিতে এমন মর্যাদা দেয়া হচ্ছে।’
ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে মর্যাদা পেলে কাতার অনেক বিশেষ অর্থনৈতিক ও সামরিক সুবিধা পাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে মর্যাদা দেয়ার বিষয়টি একটি শক্তিশালী প্রতীকী গুরুত্ব বহন করে। এটা যুক্তরাষ্ট্রের সাথে ওই দেশের ঘনিষ্ঠ সম্পর্ককে প্রকাশ করে। এটা মিত্রদেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে এ বিষয়টা প্রকাশিত হয় যে যুক্তরাষ্ট্রের সাথে ওই দেশেটির সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে কুয়েত ছাড়া কাতার হলো দ্বিতীয় রাষ্ট্র যারা ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রের মর্যাদা পাবে। সূত্র : আল-জাজিরা