রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু, নতুন শনাক্ত ১৫৩২

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৫৩২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৭০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩৩৬১০জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে রোববার (২৪ মে) অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ব্রিফিং এ তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ১৮৪টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৫৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৬১০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২৮ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪১৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৯০১ জনে।

এমআর/প্রিন্স/এমআইপি

 




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com