আজ পবিত্র ঈদুল ফিতর। মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসবের দিন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার দিন আজ।
গতকাল রবিবার (২৪ মে) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে মোতাবেক আজ সোমবার (২৫ মে) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এর আগে, গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ সারাদেশে ঈদ উদযাপিত হবে।
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের সংক্রমনের কারণে এবারের ঈদুল ফিতরের উৎসব গত ঈদ উৎসবের চাইতে অনেকটাই ব্যতিক্রম। করোনাভারাসের সংক্রমন থেকে বাঁচতে প্রত্যেককেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। এবারই প্রথম বারের মতো উন্মূক্ত স্থানে তথা ঈদগাহে নামাজ পড়তে পারছে না দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে না। সকল উন্মুক্ত স্থানে ঈদের জামাতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রেখে দাঁড়ানো, জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করাসহ কিছু শর্ত পালন সাপেক্ষে সরকার মসজিদে ইদের নামাজ পড়ার অনুমতি দিয়েছে।
এদিকে গতকাল রবিবার (২৪ মে) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
এমআইপি/প্রিন্স