সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

এরশাদের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়ার পাঁচদিন পর এ বি এম রুহুল আমিন হাওলাদারকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার (৮ ডিসেম্বর) জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্টি চেয়ারম্যানের অনুপস্থিতিতে রুহুল আমিন হাওলাদার তার সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। তিনি রাজনৈতিক সচিব মর্যাদায় এরশাদের নির্দেশ পালন করবেন।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়। গত ৩ ডিসেম্বর রুহুল আমিন হাওলাদাকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাঁকে জাতীয় পার্টির মহাসচিব করা হয়।

আগের মহাসচিবকে সরানোর কারণ না জানালেও জাপা সূত্র জানায়, দলীয় মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠায় দলের চেয়ারম্যান তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। মসিউর রহমান রাঙ্গাঁ দায়িত্ব পাওয়ার পর জানান, রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত হবে।

খবরপত্র/এমআই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com