মানব জাতীর জীবন জিবিকায় প্রানী সম্পদ প্রকৃতি সহ অর্থ নৈতিক অগ্রগতি এক গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করছে বিশ^ মানব কুলের। এস এম শাহজাদা (এম পি) গতকাল বুধবার গলাচিপা উপজেলা প্রানি সম্পদ অফিস কার্যালয়ের সম্মুখে উন্নত জাতের নান প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাস, মুরগী ও কৃষি খামারীদের অংশ গ্রহনে এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দিন ব্যাপি মেলার প্রধান অতিথি হিসাবে শুভ উদ্ভোধন করেন পটুয়াখালী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জননেতা এস এম শাহজাদা এ কথা বলেন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান জন নেতা মু. শাহিন শাহ, সভাপতিত্ব করে উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমার, এছারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফির্সাস ইন চার্জ এ আর এম শওকত আনোয়ার আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মাজিয়া নিতু, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার ভেটেরিনারী অফিসার ডা: সজল দাশ ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন সহ ফিল্ড কর্মকর্তা কর্মচারি,সূধি আ”লীগ নেতৃবিন্দ গণমাধ্যম কর্মী অংশ নেয় । মেলায় ৩০ টি স্টল স্থান পায় এবং উৎসুক জনতা অংশগ্রহন করে।