রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

সর্বোচ্চ রানে শীর্ষ পাঁচে একমাত্র দেশী ক্রিকেটার তামিম

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

শেষ হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষ পাঁচে দেশী খেলোয়াড়দের মধ্যে একমাত্র আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
৯ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪০৭ রান করেন তামিম। তালিকার তৃতীয় স্থানে আছেন তিনি। লিগ পর্বের খেলা শেষে রান সংগ্রহের দিক দিয়ে শীর্ষে ছিলেন তামিম।
প্লে-অফে তার দল উঠতে না পারায় টুর্নামেন্ট শেষে তালিকার তৃতীয় স্থানে নেমে যেতে হয় তামিমকে।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংল্যান্ডের ব্যাটার উইল জ্যাকস। ১১ ম্যাচের ১১ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪১৪ রান করেছেন জ্যাকস। দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইগার্সের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে ফ্লেচার। ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪১০ রান করেন ফ্লেচার। ১১ ম্যাচে ২৮৪ রান করে ষষ্ঠ স্থানে ফরচুন বরিশালের সাকিব আল হাসান।
বিপিএলের সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার-ম্যাচ-রান-গড়-স্ট্রাইক রেট-১০০-৫০
উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) : ১১ ৪১৪ ৪১.৪০ ১৫৫.০৫ ০ ৪
আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স) : ১১ ৪১০ ৫৮.৫৭ ১৩৮.৯৮ ১ ৩
তামিম ইকবাল (মিনিস্টার গ্রুপ ঢাকা) : ৯ ৪০৭ ৫৮.১৪ ১৩২.৫৭ ১ ৪
কলিন ইনগ্রাম (সিলেট সানরাইজার্স) : ৯ ৩৩৩ ৪১.৬২ ১৩৭.৬০ ০ ৩
ফাফ ডু-প্লেসিস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) : ১১ ২৯৫ ৩৬.৮৭ ১৩৪.০৯ ১ ১




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com