মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

সময়ের সাথে আগামীর পথে সমন্বিত ভাবে উন্নয়ন করতে হবে-জেলা প্রশাসক

খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী :
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনের জেলার সকল বিভাগীয় দপ্তরের প্রধান, জেলা প্রশাসন উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন সেবা দপ্তরের দায়িত্বশীল প্রতিনিধিদের সমন্বয়ে জেলা প্রশাসক কার্যালয়ে রবিবার সকাল ১০ টায় জেলা উন্নয়ন সভায়, জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে এক গুরুত্ব পূর্ন সভায় তিনি সকলকে সময়ের সাথে, আগামীর পথে, উন্নয়ন করার ক্ষেত্রে সমন্বিত ভাবে কাজ করার আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন সুদক্ষ জেল প্রশাসক মোহম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধা মো. কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভি পি আ: মান্নান ও গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ। সার্বিক ভাবে সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ন কবির। সভায় সভাপতি ও জেলা প্রশাসক পানি উন্নয়ন, এল জি ই ডি, জন স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে জেলা শিক্ষা অফিসারের দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন। এছাড়া পটুয়াখালীর সকল উন্নয়ন কাজে সমন্বিত ভাবে সচ্ছতা বজায় রেখে দেশের টেকশই উন্নয়ন কাজ করার জন্য তিনি গুরুত্ব দেন। সভায় জেলার নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com