বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

৩দিন ধরে স্বামীর সমাধির পাশে বসে শুধুই বিলাপ করছেন পারুলি বালা

মিজানুর রহমান বুলু কোটালীপাড়া (গোপালগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

৩দিন ধরে স্বামীর সমাধির পাশে বসে শুধুই বিলাপ করছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামের পারুলি বালা(৫৫)। এই ৩দিনে তিনি শুধু পানি ছাড়া কিছুই খায়নি বলে জানিয়েছেন তার পুত্রবধূ বিউটি বালা। শশুরকে পিটিয়ে হত্যার পর তার শাশুরি পারুলির বালার এই অবস্থা হয়েছে বলে জানিয়েছেন এই গৃহবধূ। পারুলি বালা খাগবাড়ী গ্রামের নকুল বালার স্ত্রী। বুধবার সরেজমিনে জানাগেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ ফেব্রুয়ারি প্রতিবেশি বিপুল বালার ছেলে শিশির বালা(২০) লোকজন নিয়ে নকুল বালা(৬০)কে পিটিয়ে আহত করে। গুরুত্বর আহত নকুল বালাকে তার পরিবারের লোকজন প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে ভর্তি করে। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসারত অবস্থায় গত রবিবার (২০ ফেব্রুয়ারি) তিনি মারা যান। এর পর ময়না তদন্ত শেষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নকুল বালাকে তার নিজ বাড়ীতে সমাহিত করা হয়। সেই থেকেই নকুল বালার স্ত্রী পারুলি বালা তার স্বামীর সমাধির পাশে বসে বিলাপ করছেন। নকুল বালার পুত্রবধূ বিউটি বালা বলেন, ঘটনার দিন শিশির বালা তার বাড়ীতে উচ্চ স্বরে ডেকসেট বাজাচ্ছিল। এ সময় আমার শ্বশুর শিশিরকে নিষেধ করলে সে লোকজন নিয়ে আমার শ্বশুরকে পিটিয়ে আহত করে। এরপর এক সপ্তাহ চিকিৎসা শেষে খুলনা মেডিকেল হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় শিশিরসহ ৬ জনকে আসামী করে আমরা কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছি। আমি আমার শ্বশুর হত্যার বিচার চাই। এ বিষয়ে জানার জন্য শিশির বালার বাড়ীতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে এই মামলার এক জন আসামী পলাতক ও পাঁচ জন আসামী জামিনে রয়েছেন। আমরা পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com