শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

দুবলারচরে দুদিনে প্রায় ৫ হাজার জেলেকে টিকা প্রদান : স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তাদের টিকা কার্যক্রম পরিদর্শণ

শরণখোলা আঞ্চলিক অফিস :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

বঙ্গোপসাগরের দুবলারচরে বুধবার দুপুরে জেলেদের মাঝে কোভিট টিকা কার্যক্রম পরিদর্শণ করেছেন স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা। গত দুদিনে প্রায় ৫ হাজার জেলেকে টিকা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। বনবিভাগ ও দুবলা ফিসারমেন গ্রুপ সূত্রে জানা যায়, দুবলারচরের কয়েক হাজার জেলেকে করোনার টিকার আওতায় আনার লক্ষ্যে মঙ্গলবার থেকে সেখানে জেলেদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়। টিকাদান কর্মকসূচী দেখা ও জেলেদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বুধবার দুপুরে দুবলার আলোরকোলে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীর জাদি সেব্রিনা ফ্লোরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এবিএম আঃ ওহাবসহ অন্যান্য কর্মকর্তারা। কর্মকর্তারা জেলেদের এক সমাবেশে বক্তব্য রাখেন। এসময় দুবলারচরের জেলেদের সার্বিক সমস্যা ও দুর্দশার বিষয় তুলে ধরে বক্তব্য দেন দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ। জেলে পল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানান, গত দুদিনে দুবলারচরে প্রায় ৫ হাজার জেলেকে করোনা টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দুবলার চারটি চরে প্রায় ১০ হাজার জেলে অবস্থান করছে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com