গাইবান্ধা জেলা আওয়ামী লীগের তৃণমূলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী বুধবার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা সাখাওয়াত হোসেন শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও এ্যাড. সফুরা বেগম রুমি। আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামসুল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য হুইপ মাহবুব আরা গিনি, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ। শেখ হাসিনা ও তৃণমুলের নেতাকর্মীরা ছাড়া কেউই দলের জন্য অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। তিনি আরও বলেন, ‘দলীয় পদ-পদবী নিয়ে অনেকের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু তা নোংরামির পর্যায়ে গেলে দল ক্ষতিগ্রস্ত হবে।’ উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শাহ সারোয়ার কবীরসহ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।