বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠণ করা হয়েছে। এ কমিটির সভাপতি দৈনিক গণসংহতি পত্রিকার সম্পাদক আশিষ পোদ্দার বিমান এবং সাধারন সম্পাদক দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম মোল্লা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর সদরে দৈনিক বাঙ্গালী সময় পত্রিকা’র কার্যালয়ে মতবিনিময় সভায় সকল সম্পাদকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক উৎসব চিত্রের সম্পাদক রিজাউল হক, দৈনিক যুগেরসাথী’র সম্পাদক এস এম নূর মোহাম্মদ দুলু, দৈনিক মাদারীপুর সংবাদের সম্পাদক মোঃ ইয়াকুব আলী খান শিশির, দৈনিক রাজবাড়ী কন্ঠের সম্পাদক এ্যাডভোকেট মোঃ জহুরুল ইসলাম, দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদক মোস্তাফা জামান। যুগ্ম – সাধারন সম্পাদক হলেন দৈনিক নাগরিক দাবি’র সম্পাদক হায়দার আলী খান ও দৈনিক খোলা চোখের সম্পাদক মাহবুব আহাদ। এছাড়া অর্থ সম্পাদক হলেন সাপ্তাহিক মেধা’র সম্পাদক মোঃ আনোয়ার জাহিদ, দপ্তর সম্পাদক দৈনিক কুমার সম্পাদক মোঃ রুবেল শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালের বাণী ও সাপ্তাহিক সময়ের ভাবনা পত্রিকার সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি নির্মল কুমার বিশ্বাস নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক সময়ের প্রত্যাশাথর সম্পাদক মুরসিদ আহমেদ সিকদার লিটু। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক ফরিদপুর কন্ঠের সম্পাদক ওয়াহিদ মিল্টন, দৈনিক জনতার আদালতের সম্পাদক নূরে আলম হক ছিদ্দিকী, দৈনিক নবধারার সম্পাদক মেহেদী বিশ্বাস, দৈনিক আজকের সারাদেশের সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ। ৬২টি সংবাদপত্রের মালিক বা সম্পাদকদের সমন্বয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের নামে এই সংগঠনটি আতœ-প্রকাশ করেছে। বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদ কমিটিকে স্বাগত এবং সেই সাথে কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন।তিনি বলেন এই সংগঠন বৃহত্তর ফরিদপুরে কর্মরত সকল সাংবাদিকদের মান উন্নয়নে এবং সবসময় তাদের পাশে থাকবে এই এই সংগঠন।