নওগাঁর বদলগাছীতে মৎস্য অভয়াশ্রম রক্ষা করি, দেশী মাছের উৎপাদন বৃদ্ধি করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় ছোট যমুনা নদীর পাড়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজুল হক, সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ। এসভায় উপজেলার মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান এই ছোট যমুনা নদীর চারটি স্থানে অভয়াশ্রম তৈরী করা হয়েছে। আমরা সকলে মিলে এই অভয়াশ্রম রক্ষা করলে দেশীয় জাতের হারানো মাছ ফিরে পাওয়া সম্ভব হবে।