ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথকভাবে ৯টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌর মেয়র সেলিম রেজা লিপন। ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আ’লীগের সদস্য আব্দুল মান্নান মোল্যার সভাপতিত্বে লোকনাথ মোড়, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মমিন খান এর সভাপতিত্বে বোয়ালমারী রেলস্টেশন চত্বর, ১নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব আহমেদের সভাপতিত্বে গুনবহা তালতলা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ খানের সভাপতিত্বে আঁধারকোঠা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজুর রহমান লিপনের সভাপতিত্বে শিবপুর রেলগেট ছাড়াও বোয়ালমারী চাটাই পট্টি, সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা ১৯৭১ এর মার্চ মাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসব অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম জহুরুল হক, প্যানেল মেয়র মোমিন খান, আব্দুল মান্নান মোল্যা, মিনাজুর রহমান লিপন, শেখ আজিজুল হক, আব্দুস সামাদ খান, বিপ্লব আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর হোসনেয়ারা বেগম, সংরক্ষিত কাউন্সিলর সৈয়েদা মাকসুদা খানম রুমা, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আহাদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তজা তমাল প্রমুখ।