আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম(সিডিপি)। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী সিডিপি ম্যানেজার সুব্রত টুডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান। বক্তব্য দেন ম্যানেজার(প্রোগ্রাম) প্রাঞ্জলী মৃ, নীলফামারী সু-প্রতিবেশি মহিলা সমবায় সমিতির সভাপতি শারমিন আক্তার, গুড নেইবারস শিশু পরিষদের সভাপতি লাভলী আক্তার প্রমুখ। পরে সফল নারী হিসেবে শারমিন আক্তার ও সেলিনা বেগমকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি। ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শ্লোগানে অনুষ্ঠিত নারী দিবসের অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।